বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, চারজনের মৃত্যু, নিখোঁজ ৬

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলের মৃত্যু হয়েছে। এঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে এফভি জামজামি নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়।

কোস্টগার্ড সেন্টমার্টিনের ইনচার্জ লে. আরিফুজ্জামান রনি গণমাধ্যমকে জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর নৌ বাহিনী সমুদ্রে অভিযান শুরু করেছে। পাশাপাশি কোস্টগার্ডের শ্যামল বাংলা জাহাজও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারটি চট্টগ্রামের। যেখানে ২৬ জন মাঝিমাল্লা ছিল। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬ জন।

 

টাইমস/এসএন

Share this news on: