বেসরকারি হাসপাতালে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, বেসরকারি হাসপাতালে করোনার টিকা দেয়ার বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, সারাদেশেই চমৎকার পরিবেশে করোনার টিকা দেয়া হচ্ছে। টিকাদান কর্মসূচি নিয়ে এখনো কোনো বিরূপ খবর আমাদের কাছে আসেনি। কোথাও কোনও সমস্যা হয়নি।

সচিব আবদুল মান্নান বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। কাজেই টিকা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। সারাদেশে সাড়ে পাঁচ লাখ মানুষকে এরইমধ্যে টিকা দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: