এমপি পাপুলের রায়ের কপি সংসদে

মানবপাচার ও অর্থপাচারের দায়ে কুয়েতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের রায়ের কপি দেশে পৌছেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের কাছে এমপি পাপুলের বিরুদ্ধে দেয়া রায়ের কপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের আদালতের দেয়া রায়ের কপি আমরা হাতে পেয়েছি। মোট ৬১ পৃষ্ঠার রায় এটি। রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদে পাঠানো হয়েছে। এমপি পাপুলের বিরুদ্ধে কি ধরণের পদক্ষেপ নেয়া হবে তা কেবল জাতীয় সংসদ বলতে পারবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত বাংলাদেশের এমপি শহীদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়। মানব ও অর্থ পাচারের অভিযোগে তাকে এসব দণ্ড দেয় কুয়েতের আদালত। এমপি পাপুল এখন কুয়েতের কারাগারে বন্দি রয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: