চলে গেলেন এ টি এম শামসুজ্জামান

পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন স্বনামধন্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাসায় মারা গেছেন এই বর্ষীয়ান অভিনেতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পুত্রবধূ রুবী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত রাতে বেশ দেরি করে ঘুমিয়েছিলেন তিনি। আজ সকালে নাশতা করার জন্য তাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান তিনি আর বেঁচে নেই।’

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে সহ রেখে গেছেন অসংখ্য ভক্ত।

দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। ২০১৯ সালের ২৬ এপ্রিল রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে।

জানা যায়, এ টি এম শামসুজ্জামানের অন্ত্রে প্যাঁচ লেগে আন্ত্রিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। এতে বিভিন্ন উপসর্গ দেখা দেয়, করা হয় অস্ত্রোপচার। এরপর থেকে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সে বছরের ডিসেম্বরে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয় তাকে। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে।

এরপর বেশ কিছুদিন শারীরিকভাবে সুস্থ ছিলেন, বাসায় থেকে চিকিৎসা চলছিল। গত বুধবার বিকেলে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থা কিছুটা ভালো হলে গতকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরিয়ে আনা হয়। কিন্তু গত রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন।

এ টি এম শামসুজ্জামানের জন্ম ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জীবনের শুরু করেন। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য।

অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে?’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

গত ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সাথে জড়িয়ে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতা। অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে।

অনবদ্য অভিনয়ের জন্য পাঁচ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়াও পেয়েছেন আজীবন সম্মাননা, একুশে পদক।

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, আসছেন কাফু Nov 07, 2025
img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025
img
ধাক্কা খাওয়া ভয়ের নয়, অভিজ্ঞতা: শুভশ্রী গাঙ্গুলী Nov 07, 2025
img
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Nov 07, 2025
img
মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল Nov 07, 2025