ইত্যাদির ‘নাতি’ আর নেই, গুজব কীভাবে ছড়ায়...

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জননন্দিত ‘নাতি’ চরিত্রে অভিনয় করা শওকত আলী তালুকদার নিপুর মৃত্যু গুজব ছড়িয়েছে। মূলত তিনি বেঁচে আছেন।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর খবরকে গুজব বলে জানান অভিনেতা নিপু। তিনি জানান, কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নাতি’র মৃত্যু খবর চাউর হয়।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইত্যাদিতে ‘নাতি’ চরিত্রে অভিনয় করা নিপু মারা গেছেন। এ নিয়ে দেশের নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। প্রসঙ্গত, অভিনেতা শওকত আলী তালুকদারের ডাকনাম নিপু।

এঘটনা নজরে আসার পর অভিনেতা নিপু গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, গত দু’দিনে আমি কমপক্ষে তিন শতাধিক ফোন কল পেয়েছি। সবাই আমাকে ফোন করে জানতে চাচ্ছে বেঁচে আছি কি না? বিষয়টি বিড়ম্বনার, আমার খারাপ লেগেছে। একজন জীবিত মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেরে ফেলার কারণ বুঝলাম না।

ভক্ত সমর্থকদের কাছে দোয়া চেয়ে এ অভিনেতা বলেন, আমি সুস্থ আছি, ভালো আছি। কেউ গুজব ছড়াবেন না। মিথ্যা ছড়ানো মানুষের কাছ নয়।

 

টাইমস/এসএন

Share this news on: