রাজধানীর ছেড়েছিলেন ১ কোটি ৫, ফিরেছেন ৮ লাখ


ঈদে ঢাকা ছেড়েছিলেন ১ কোটি ৫ লাখ লোক। তাদের মধ্যে ফিরেছেন মাত্র ৮ লাখ।

মোবাইল ফোনের সিম ব্যবহারকারী থেকে এই তথ্য বের করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।

মোস্তফা জব্বার জানান, ‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।’

সরকারি তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ, যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। টেলিটকের সংযোগ সংখ্যা ৫৬ লাখ ৫৭ হাজার।

Share this news on: