কাল থেকেই বন্ধ হচ্ছেনা সিএনজি স্টেশন

আগামীকাল থেকেই সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সকাল ১১টায় পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে সিএনজি স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে এক বৈঠকে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে সিএনজি স্টেশন মালিকদের পক্ষ থেকে প্রতিদিন সর্বোচ্চ তিন ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার দাবি জানানো হয়। পেট্রোবাংলা জানায়, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে পর্যালোচনা শেষে নতুন করে নির্দেশনা আসবে।

এর আগে, সোমবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।


Share this news on: