ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আজ

আজ পৌষ মাসের শেষ দিন। উদযাপিত হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে অন্যতম সাকরাইন উৎসব।

প্রতিবছর পৌষ মাসের শেষ দিনটি পুরান ঢাকার বাসিন্দারা সাকরাইন উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকেন। কেউ কেউ এটিকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন। এ উৎসবকে ঘিরে প্রায় একমাস আগে এ এলাকার দোকানিদের ঘুড়ি এবং ফানুস বানানোর হিড়িক পড়ে।

তবে সাকরাইন উৎসবে এবার ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার সকাল থেকেই পুরাণ ঢাকার বাসাবাড়ির ছাদে চলছে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি। ঘুড়ি ওড়ানোর জন্য সুতা-মাঞ্জা দেওয়া থেকে শুরু করে গান-বাজনাসহ পিঠা উৎসবেরও আয়োজন চলছে।

প্রতি বছর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ছোটবড় সবাই মাতেন এ উৎসবে। দিনটিতে পুরান ঢাকার প্রায় প্রতিটি বাড়ির ছাদের চিত্র থাকে অনেকটা একই। 

Share this news on: