জন স্টুয়ার্ট মিল ১৮০৬ সালের ২০ মে ইংল্যান্ডের লন্ডন শহরের কাছে পেন্টনভিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঊনবিংশ শতকের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ইংরেজ দার্শনিক।
নারী–পুরুষের সমানাধিকারের ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার। তিনিই প্রথম পার্লামেন্টে নারীর ভোটাধিকারের প্রস্তাবটি উত্থাপন করেন।
তিনি রাষ্ট্রের ক্রমবর্ধিষ্ণু আইন প্রণয়ন ক্ষমতার বিরোধিতা করেছেন। তবে অবাধ স্বাধীনতার যাতে কোনো অপব্যবহার না হয়, সে ব্যাপারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষে ছিলেন মিল। মিল মনে করতেন, গণতন্ত্র শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হলেও এর প্রাবল্য কখনো কখনো ব্যক্তিস্বাতন্ত্র্যকে খর্ব করতে পারে।
মিল তার চিন্তার পরিপূর্ণ প্রকাশ ঘটিয়েছেন তার রচিত গ্রন্থসমূহে। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সাবজেকশন অব উইমেন’, ‘প্রিন্সিপ্যাল অব পলিটিকাল ইকোনমিক’, ‘ইউটিলিটারিয়ালিজম’, ‘অটোবায়োগ্রাফি’ প্রভৃতি।
তিনি ১৮৭৩ সালের ৮ মে ফ্রান্সের অভিগতে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“নম্রতা ও ভদ্রতা- এই গুণ দুটি মানুষের জীবনের পুরনো ঐশ্বর্য”