অনেক গুঞ্জন আর অপেক্ষার পর অবশেষে নিশ্চিত হয়েছে যে রণবীর সিং অভিনীত ডন চলচ্চিত্রের তৃতীয় পর্বের শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। ফারহান আখতারের পরিচালনায় নির্মিত এই উচ্চাভিলাষী অ্যাকশন সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বর ২০২৬ সালে। এক দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরতে যাচ্ছে বলিউডের এই জনপ্রিয় সিরিজ।
ছবির নির্মাণে নানা জটিলতা তৈরি হয়েছিল। বিশেষ করে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে নেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে কম সমালোচনা হয়নি। রণবীরকে চরিত্রের উপযুক্ত করে তুলতে মার্শাল আর্ট এবং শারীরিক প্রস্তুতির জন্যও অনেক সময় দরকার হয়েছিল, কারণ ডন চরিত্র মানেই তুমুল অ্যাকশন আর গ্ল্যামার।
আরও একটি বড় কারণ ছিল নতুন নায়িকা কিয়ারা আডবাণীর ব্যক্তিগত জীবন। প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে কিয়ারাকে নেওয়া হলেও তিনি সম্প্রতি নিজের গর্ভাবস্থা প্রকাশ করেছেন। এতে শুটিং শিডিউলে বাড়তি জটিলতা তৈরি হয়। অন্যদিকে, পরিচালক ফারহান আখতার নিজেও ছিলেন তার নতুন যুদ্ধনাট্যধর্মী সিনেমা '১২০ বাহাদুর'-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি মেজর শৈতান সিং-এর চরিত্রে অভিনয় করছেন, যা মুক্তি পাবে ২০২৫ সালের নভেম্বরে।
তবে ডন ইউনিভার্স নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রিয়াঙ্কা চোপড়ার ফেরার সম্ভাবনা। শোনা যাচ্ছে, রোমা চরিত্রে তাঁর ফিরে আসা নিয়ে কথাবার্তা চলছে, যা বাস্তব হলে দর্শকের জন্য হবে এক বড় চমক।
এদিকে রণবীর সিং ডন ৩-এর আগে পর্দায় আসবেন 'ধুরন্ধর' ছবিতে। এই ছবি মুক্তি পাবে ডিসেম্বর ২০২৫-এ, যেখানে একসাথে মুক্তি পাবে প্রভাসের 'দা রাজা সাব' এবং শাহিদ কাপুরের আরেকটি বড় বাজেটের ছবি। ফলে তখন বক্স অফিসে হবে উত্তেজনাপূর্ণ লড়াই।
সব মিলিয়ে বলিউডে ডন ৩ নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রত্যাশা। ফারহান আখতারের পরিচালনা আর রণবীর সিংয়ের নতুন আঙ্গিকে ডন চরিত্রের উপস্থাপন সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক অনন্য অভিজ্ঞতা। আর প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন হলে তা হবে সত্যিকারের রোমাঞ্চকর পুনর্মিলন।
ইউটি/এসএন