মাহসা আমিনির মৃত্যু: ফুঁসছে ইরান, হুঁশিয়ারি প্রেসিডেন্টের

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ‘বিশৃঙ্খলাকারীদের’ বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীদের লক্ষ্য করে বলেন, ‘বিশৃঙ্খল কর্মকাণ্ড’ গ্রহণযোগ্য নয়।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ফাঁকে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আরও বলেন, তিনি ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share this news on: