টেকনাফে হাইওয়ে সড়কে সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ২জন নিহত হয়েছে। এসময় আহত হয় আরও ৪জন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দূর্ঘটনা হবে ঘটে।
নিহতরা হল-টেকনাফ ৪নং ওয়ার্ডের পুরান পল্লানপাড়া খাইরুল হোসনের মেয়ে ফাতেমা আক্তার(১৯) ও একই এলাকার আবুল কালামের শিশু ছেলে মো. আচুয়াদ(২)।
বিষয় টি নিশ্চিত করেছে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২ঘটিকার সময় টেকনাফ গামী ডাম্পার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ঘটনায় ২মাসের শিশু ও এক মহিলা সহ দু’জন নিহত হয়েছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সিএনজি ও ডাম্পার দুইটির নাম্বার বিহীন।
তিনি আরও জানান,এঘটনায় ডাম্পার গাড়ি চালক পলাতক থাকলেও দূর্ঘটনা হবে কবলিত গাড়ি দুইটি পুলিশ
ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহত লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।