কাশ্মীরে এবার ভারতীয় সেনাকে অপহরণ

কাশ্মীরে এবার অপহরণের শিকার হয়েছেন ভারতীয় এক সেনা সদস্য। শুক্রবার সন্ধ্যায় ওই সেনাকে বাদগাম জেলার কাজিপোরা চাদুরা গ্রামের নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় বিদ্রোহীরা। খবর এনডিটিভির।

জানা গেছে, মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনা জওয়ান এক মাসের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে রাইফেলম্যান হিসেবে কাজ করেন তিনি।

২৬ ফেব্রুয়ারি বাড়ি আসেন ইয়াসিন। শুক্রবার সন্ধ্যাবেলা সশস্ত্র ব্যক্তিরা বাড়িতে আচমকা হানা দিয়ে তাকে তুলে নিয়ে যায়। ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জওয়ানের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

গেল মাসে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর গোটা কাশ্মীর উপত্যকাজুড়েই যখন নিরাপত্তার তীব্র কড়াকড়ি চলছে, তখন এই ঘটনা উত্তেজনা আরও বাড়াল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

টাইমস/জিএস

Share this news on: