শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করিনি : প্রাধ্যক্ষ জিনাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীসহ ৭ জন ও অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার, রোকেয়া হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৪ দফা দাবিতে অনশনে বসেছে ছাত্রীরা।

ছাত্রীদের দাবিরে মুখে রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদা বলেন, ‘আমি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করিনি। কাউকে হল থেকে বহিষ্কারও করিনি। আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।’

জিনাত হুদা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেজ ও ডাকসু নির্বাচনকে বিতর্কিত করতে এসব অপপ্রচার ও মিথ্যাচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, রোকেয়া হলে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এজন্য এখানকার ব্যালট পেপার ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। এ হলের ব্যালট বক্স চুরির বিষয়টি ছিল পুরোপুরি মিথ্যাচারিতা।

 

টাইমস/জিএস

Share this news on: