নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচনের পথে হাঁটছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচনের পথে হাঁটছে। সরকারের অনুগত নির্বাচন কমিশন দিয়ে কোনোভাবে সুষ্ঠু ভোট সম্ভব নয়। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ তৈরি না হওয়ার জন্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দায়ী।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রায় সাড়ে ছয় লাখ নির্বাচনী কর্মকর্তার অধিকাংশই আওয়ামী লীগের দলীয় লোক বাছাই করে তালিকা প্রস্তুত করেছে পুলিশ। ইতিমধ্যে সারা দেশে ৪১ হাজার প্রিসাইডিং কর্মকর্তার তালিকা পুলিশ প্রস্তুত করে ফেলেছে। এখন দুই লাখ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার লাখ পোলিং কর্মকর্তার তালিকা প্রস্তুত করার দায়িত্ব পুলিশই পালন করছে।

রুহুল কবির রিজভী বলেন, পুলিশের তৈরি করা তালিকা শুধু চূড়ান্ত করার পথে বর্তমান নির্বাচন কমিশন। পুলিশ যে তালিকা প্রস্তুত করছে বা করেছে, তার যথেষ্ট প্রমাণ বিএনপির কাছে রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেভাবে প্রশাসন সাজানো হয়েছিল, তা সেভাবেই আছে। আওয়ামী লীগের ‘দলবাজ’ কর্মকর্তাদের রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। এখন পর্যন্ত কোনো এসপি, ডিসি, ইউএনও কিংবা ওসিকে বদলি করেনি নির্বাচন কমিশন। এটা দিবালোকের মতো স্পষ্ট যে জনগণের ভোটাধিকার আবার হরণ করার জন্য নতুন চক্রান্তে মেতেছে সরকার ও নির্বাচন কমিশন।

Share this news on: