প্রথমবার ১০ উইকেটে জয়, সিরিজ টাইগারদের

ওয়ানডে ক্রিকেটে ৯ উইকেটে বহুবার জিতলেও ১০ উইকেটে ম্যাচ জেতার নজির ছিল না টাইগারদের। এবার সেটাই করে দেখালো বাংলাদেশ। তাতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। রান তাড়া করতে নেমে ১০ উইকেট ও ২২১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

মাত্র ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস। লক্ষ্যে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে মাত্র ১৩.১ ওভার। ফিফটির দেখা পান লিটন কুমার দাস। ৩৮ বলে ৫০ রানে লিটন ও ৪১ বলে ৪১ রানে তামিম অপরাজিত থাকেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ রানে স্টেফেন দোহেনি, ৭ রানে পল স্টার্লিও ও শূন্যরানে হ্যারি টেক্টর সাজঘরে ফেরেন।

মাত্র ২৬ রানে ৪ উইকেটে হারানো দলের হাল ধরেন কুর্তিস ক্যাম্ফের ও লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে দুজনে তুলে ৪২ রান। এরপর ইবাদত হোসেনের করা বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন টাকার। পরেই বলেই বোল্ড আউট হন জর্জ ডকরেল। দুই ওভার পর জোড়া উইকেট নেন তাসকিনও। ম্যাকব্রিন ১ ও মার্ক আদায়ের শূন্য রানেই সাজঘরে ফেরেন।

এদিকে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন কুর্তিস ক্যাম্ফের। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। হাসান মাহমুদের করা বলে ফেরেন ৩৬ রানে। এছাড়া ৩ রান করেন গ্রাহাম হুম। আর ৪ রানে অপরাজিত থাকেন ম্যাথু হ্যাম্প্রেস।

বাংলাদেশের পক্ষে ৩২ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন হাসান মাহমুদ। তিনটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আর ইবাদত হোসেন পেয়েছন দুটি উইকেট।

Share this news on:

সর্বশেষ

img
ডিএনসিসির অভিযানে রিকশা ভাঙার ক্ষতিপূরণ দেবেন প্রশাসক May 14, 2025
img
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম May 14, 2025
img
পররাষ্ট্র সচিব পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের May 14, 2025
img
পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব : রিজওয়ানা হাসান May 14, 2025
মমতাজের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল May 13, 2025
আওয়ামী লীগের সঙ্গে নেতা–কর্মীরাও নিষেধাজ্ঞার আওতায় | টাইমস ফ্ল্যাশ | ১৩ মে, ২০২৫ May 13, 2025
বিড়ালের প্রতি নৃশংসতা ভিডিও ভাইরাল,নেটিজেনদের নিন্দার ঝড় May 13, 2025
img
আইভীকে গ্রেফতারে বাধা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা May 13, 2025
img
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা May 13, 2025
img
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা May 13, 2025