মিরপুরে সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করল বিএসটিআই

রাজধানীর মিরপুরে ফলমূল,মাছ বাজার ও সুপার শপে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।  

আজ শনিবার (২৫ মার্চ) মিরপুর ১ এর শাহ আলী মার্কেট কাঁচা বাজারে সকাল ১১ টায় এই অভিযান শুরু করে বিএসটিআই। 

কাঁচা বাজার থেকে কয় ধরণের বড় মাছ সংগ্রহ করে। এরপর বিএসটিআই কর্মকর্তারা তাৎক্ষণিক  পরীক্ষা করেন। আপেল,মাল্টাসহ কয়েক ধরণের
ফলও পরীক্ষা করে জানায় মাছ ও ফলে কোন ধরণের ক্ষতিকারক কিছু পাওয়া যায়'নি। 

এরপর মিরপুর ৬ এর এক সুপার শপে অভিযান পরিচালনা করা হয়। ক্যারি ফ্যামিলি নামের ওই সুপার শপে বেশকিছু অনুমোদিনহীন পণ্য ও নকল বিএসটিআইয়ের স্টিকার লাগানো পণ্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোগ্যপণ্যের মান নির্ধারণকারী এই প্রতিষ্ঠান । 

বিএসটিআইয়ের উপ-পরিচালক মোহাম্মদ রিয়াজুল হক বলেন,' বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য পেয়েছি এবং নিয়ম মেনে সঠিকভাবে প্যাকেজিং না করে পণ্য বিক্রি করায় ক্যারি ফ্যামিলি সুপার শপকে ৫০,০০০ টাকা জরিমানা করেছি। পণ্যগুলো শপ থেকে সড়িয়ে নেওয়ার আশ্বাস দিয়ে আমাদের কাছে অঙ্গীকার করেছেন তারা।"

Share this news on: