কাল আমাকে মেরে ফেলবে তাই কী চুপ থাকব? : ঢাবি শিক্ষার্থী রনি

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১ দফা ১ দাবিতে অবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। 

টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন রনি। প্রচন্ড রোদের কারণে পুরোদিন থাকতে পারেন না। তবে বিকেলের রোদ শেষ হলেই হোয়াইট বোর্ড হাতে রাজু ভাস্কর্যের সামনে দেখা মিলবে তার। রেলওয়ের কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদ করে সারাদেশে আলোচিত হন তিনি। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয় চত্বরে চা বিক্রি করে আবার আলোচনায় আসেন এই ঢাবি শিক্ষার্থী। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে চা বিক্রি রেখে মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে টিএসসিতে বসেন তিনি।

মহিউদ্দিন রনি বলেন,' গত ৫ মাস যাবত পড়াশোনার পাশাপাশি চা বিক্রির সুবাদে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের ওঠা-নামা, অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের কৃত্রিম সংকটে পরে মানুষের নাভিশ্বাস তোলা আহাজারি খুব কাছ থেকে দেখেছি। দেখেছি মূল্যসংযোজনের নামে সিন্ডিকেটের পাতা ফাঁদে পরে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল স্তরের শ্রেণীপেশার মানুষ কিভাবে বোকা হয়ে অপলক তাকিয়ে রয়। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ে সকল উৎপাদন কাঁচামাল, পণ্য, সেবাও প্রচন্ড ব্যয়বহুল হওয়ায় মানুষ বাধ্য হয়ে ঝুকছে চুরি, ছিনতাই, ডাকাতির মত সব অনৈতিক কর্মের দিকে। চাল, ডাল, তেল, আলু সব জিনিসের দাম বাড়ে, কই বাবার বেতন তো আর বাড়ে না!

তিনি আরও বলেন,' জনসাধারণ মানুষকে এটুকুই কঠোর কোথায় হবেন আপনি? যেখানে কঠোর হওয়া দরকার সেখানে হোন। আপনার পেটে ভাত নাই আপনি কেন চুপ করে থাকবেন?  


Share this news on: