বইছে তাপপ্রবাহ: মাঠ-ফসলের সুরক্ষায় কৃষি অধিদপ্তরের পরামর্শ

শের ৪৯টি জেলার ওপর দিয়ে আগামী আট দিনে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে কৃষি ও মাঠ ফসলের সুরক্ষায় বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৪৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ১০ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এসময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিচের পরামর্শগুলো দিচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শাহ কামাল খান বলেন, ‘কিছুদিন পর বোরো ধান কাটা শুরু হবে। কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ চলছে। এতে শেষ মুহূর্তে ধানের যেকোনো ক্ষতি হতে পারে। পানির প্রয়োজন হতে পারে। তাই কৃষকদের পানি ধরে রাখার জন্য অনুরোধ করেছি।’

কৃষি কর্মকর্তারা আরও বলেন, ‘বর্তমানে বোরো ধান মাঠে রয়েছে। ধানে ফুল রয়েছে। কিছু কিছু দুগ্ধ আর কিছু কিছু ক্ষীর অবস্থায় আছে। বর্তমানে পোকামাকড় ও রোগবালাই তেমন না থাকলেও তাপমাত্রা দিনদিন বাড়ছে। তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায় সেক্ষেত্রে ধান চিটা ধরে। সেজন্য কৃষকদের করণীয় হলো, ধানে ফুল অবস্থায় পানি খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া তাপমাত্রার আধিক্য, এ কারণে ধানগাছের গোড়ায় সবসময় ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ১০ লিটার পানিতে ১০০ গ্রাম পটাশ মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করা যেতে পারে। তাহলে আশা করা যায়, তাপপ্রবাহে ধানের ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।’

এ ছাড়া রাজশাহী, চাঁপানবাবগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় এখন আম ও লিচুসহ অন্য ফলে গুটি রয়েছে, তা ঝরে পড়তে পারে। সেক্ষেত্রে ফলচাষিদের গাছের চারদিকে রিং করে পানি সেচ দেওয়া এবং তা অবশ্যই বিকেলে দিতে হবে। কারণ, সকালে সেচ দেওয়া হলে সেক্ষেত্রে দুপুরের রোদে কিছু পানি বাষ্পীভূত হয়ে যাবে। তাই অবশ্যই পানি বিকেলে দেওয়ার পরামর্শ দেন তারা।

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে। ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই ২ থেকে ৩ ইঞ্চি পানি রাখতে হবে।

আম গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ প্রদান করা, প্রয়োজনে গাছের শাখাপ্রশাখায় পানি স্প্রে করা যেতে পারে।

সবজির জমিতে আগামী এক সপ্তাহে মাটির ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনটি সেচের ব্যবস্থা করা।

ফল ও সবজির চারা তাপপ্রবাহের ক্ষতি থেকে রক্ষার জন্য মালচিং ও সেচ নিশ্চিত করা।

যেসব জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে–বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজার।

Share this news on:

সর্বশেষ

img
প্রবাসীদের ট্রায়াল থেকে ৬-৭ জনের ওপর নজর বাফুফের Jul 13, 2025
img
তেলেগু চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা শ্রীনিবাস রাও আর নেই Jul 13, 2025
img
সাজা মওকুফ করে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিল কারা কর্তৃপক্ষ Jul 13, 2025
img
পদত্যাগ করতে পারেন এফবিআইর প্রধান কাশ প্যাটেল Jul 13, 2025
img
এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা Jul 13, 2025
img
চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মোফা বাবু আটক Jul 13, 2025
img
নোয়াখালীতে এনসিপির আসন্ন পদযাত্রা কর্মসূচিতে মানুষের ঢল নামবে : হান্নান মাসউদ Jul 13, 2025
img
ডিবি পরিচয়ে আ. লীগ নেতাকে অপহরণ: আটক ৪ Jul 13, 2025
img
চলতি সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ Jul 13, 2025
img
বিকল্পধারার সিনেমায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ Jul 13, 2025
img
সিইসির সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধি দল Jul 13, 2025
img
এনবিআর বিলুপ্তির ঘোষণা দিলেন জ্বালানি উপদেষ্টা Jul 13, 2025
তারেক রহমানকে সামনে রেখেই তিনি বললেন-কখনো বলবেন না, আমার ভাই আপনাদের ! Jul 13, 2025
img
আমার প্রেমিকের যথেষ্ট টাকা আছে : মারিয়া মিম Jul 13, 2025
img
সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে দ্বিতীয় ম্যাচে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ Jul 13, 2025
img
আবু সাঈদ হত্যা ও ৬ মরদেশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে হাজির ১২ আসামি Jul 13, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে যুক্তরাজ্যের ৫৯ এমপি Jul 13, 2025
img
এবার জম্মু–কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত Jul 13, 2025
img
দেয়ালে আঁকা ইয়ামাল, বার্সায় জন্মদিনে শ্রদ্ধা Jul 13, 2025
img
সাকিবকে নিয়ে ফের আলোচনায় বিসিবি Jul 13, 2025