বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের ইতিহাসে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।

বুধবার (১২ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই উৎপাদন হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, গতকালের রেকর্ড ছাপিয়ে গেল আজকের উৎপাদন। রাত ৯টার রিপোর্ট অনুযায়ী আজ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪, ৯৩২ মেগাওয়াট। যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিলো- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।

পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড৷

Share this news on: