দ্বিতীয় দিনে রেলের বিলম্ব যাত্রা আরও বেড়েছে

ঈদযাত্রা শুরুর প্রথমদিন ‘ধূমকেতু এক্সপ্রেস’ ২০ মিনিট দেরিতে ছাড়লেও দ্বিতীয় দিনে ছেড়েছে ৪০ মিনিট দেরিতে।

কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি গতকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে গেলেও আজ ছেড়েছে ৬টা ৪০ মিনিটে।

এই ট্রেনটি রাজশাহীতে পৌঁছানোর স্বাভাবিক সময় ১১টা ৪০ মিনিটে হলেও এক ঘণ্টা ২৩ মিনিট দেরি করে বেলা ১টা ৩ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। ধূমকেতু এক্সপ্রেস মতো পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরি ছেড়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটি এক ঘণ্টা ৫৫ মিনিট দেরি করে কমলাপুর ছাড়ে সকাল ৯টা ৪০ মিনিটে। ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর স্বাভাবিক সময় বেলা ২টা হলেও এটি দুই ঘণ্টা বিলম্বে বিকেল ৪টায় চট্টগ্রাম পৌঁছাবে।

অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রী আব্দুল্লাহ আল আলিফ বলেন, আমাদের রুটে দুর্ঘটনার জন্য শুনেছি ট্রেন বিলম্ব হচ্ছে। অন্যান্য ট্রেনগুলো দেখলাম কম সময়ের বিলম্বে ছেড়েছে। ২০/২৫ মিনিট বিলম্ব মেনে নেওয়া যায়। কিন্তু ঘণ্টার বেশি বিরক্তিকর বিষয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল দুই ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

Share this news on:

সর্বশেষ

img
ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া May 17, 2024
img
১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য May 17, 2024
img
বাজারে ডিমের উত্তাপ বাড়ছেই, কমেনি সবজির দাম May 17, 2024
img
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী May 17, 2024
img
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র May 17, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ May 17, 2024
img
ঢাকার বাতাস আজও খুব 'অস্বাস্থ্যকর' May 17, 2024
img
রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত May 17, 2024
img
৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী May 17, 2024
img
বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল May 17, 2024