রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য আর নেই

ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য আর নেই।

রোববার (২৩ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রয়াত এই রাজনীতিবিদের মরদেহ রাতে শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান সাঈদ আহমেদ।

পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বামপন্থী আদর্শে বিশ্বাসী এ রাজনীতিকের জন্ম ১৯৩৯ সালের আগস্টে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে।

Share this news on: