লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুগলবাড়ী গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন স্বামী দুলাল হোসেন।এঘটনায় ঘাতক দুলালকে গ্রেফতার করেছ র্যাব-১৩।
র্যাব জানায়, গত ১৫ এপ্রিল সাহিদা বেগম ছাগল চড়াতে মাঠে যান এ নিয়ে তার স্বামী দুলাল হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনার পরেই গা ঢাকা দেয় দুলাল পরে তাকে বগুড়ার শান্তাহার থেকে গ্রেফতার করে র্যাব-১৩।
র্যাব আরো জানায়,প্রাথমিক জিগ্যাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,প্রায় বিশ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় সাহিদা এবং দুলালের কিন্তু বিয়ের কিছুদিন পরপরই যৌতুকের জন্য চাপ দিতে থাকে দুলাল।