ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসিকে যা জানাল পিসিবি

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে সেপ্টেম্বরে পাকিস্তানে এবারের এশিয়া কাপের আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে কয়েক দফা আলোচনার পরেও রোহিত শর্মাদের পাকিস্তানে খেলতে দিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যা নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস। এই সফরের মূল উদ্দেশ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনার মাধ্যমে ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা।

দেশটির ক্রিকেট বিষয়ক চ্যানেল 'এ স্পোর্টস' জানিয়েছে, মঙ্গলবার (৩০ মে) পিসিবি কার্যালয়ে বোর্ডের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা। ওই বৈঠকে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেখানে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পিসিবি।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পিসিবি বিশ্বকাপের ব্যাপারে দেশটির সরকারের নির্দেশ অনুসরণ করবে। এছাড়াও সেই বৈঠকে আইসিসির রাজস্বে পিসিবির অংশ বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই।

বুধবার (৩১ মে) দুই পক্ষের আরও এক দফা বৈঠকে বসার কথা রয়েছে। এরপর পাকিস্তান ছেড়ে যাবেন আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে মঙ্গলবার দুই দিনের সফরে পাকিস্তান যান আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। লাহোরে তাদের অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

এশিয়া কাপের ভাগ্য নিয়ে পিসিবি এবং বিসিসিআই যখন মতবিরোধে মত্ত তখন আইসিসির উর্ধ্বতন কর্মকর্তাদের পাকিস্তান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০০৮ সালে আইসিসি প্রেসিডেন্ট রে মালির সফরের পর বার্কলেই প্রথম আইসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তান সফর করেন। অক্টোবর ২০০৪ এর পর এটিই প্রথমবারের মতো আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা একসঙ্গে পাকিস্তান ক্রিকেট সদর দফতর পরিদর্শণ করেছেন।



Share this news on:

সর্বশেষ

img
‘চিক্স, তোমাকে মিস করব’— কোহলির বিদায়ে গম্ভীরের আবেগঘন বার্তা May 12, 2025
img
হার্ট অ্যাটাক হতে হতে বেঁচেছি : তানহা তাসনিয়া May 12, 2025
img
অপারেশন সিঁদুর সমর্থন করে ১ লাখ অনুসারী হারালেন আলিয়া May 12, 2025
কে হচ্ছেন ভারতের পরবর্তী অধিনায়ক? বোর্ডসূত্রে জানা গেল যাদের নাম May 12, 2025
img
রাতে যেসব জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা May 12, 2025
‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর চিপ ঘটাতে পারে প্রযুক্তির বিপ্লব May 12, 2025
পাক – ভারত সংঘাত থেমে যাওয়ার যে কারন জানালেন ফরহাদ মজহার May 12, 2025
অন্তর্বর্তী সরকারের প্রতি রিজভীর বার্তা May 12, 2025
ঐতিহ্য না উত্তেজনা—কি বেশি ছিল এই বাইচে? May 12, 2025
img
ট্রাম্পকে ৪শ’ মিলিয়ন ডলারের বিমান উপহার দিচ্ছে কাতার May 12, 2025