অপারেশন সিঁদুর সমর্থন করে ১ লাখ অনুসারী হারালেন আলিয়া

সোশ্যাল মিডিয়ায় কে কত ফলোয়ার পেলেন, সেটাই এখন তারকাদের জন্য বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে—তা সে বলিউড হোক বা টলিউড। সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েন ও ‘অপারেশন সিঁদুর’-এর পক্ষে তারকাদের সোশ্যাল মিডিয়া বার্তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

এই ঘটনার জেরে ৭ ও ৮ মে থেকে বহু তারকার সোশ্যাল মিডিয়া ফলোয়ার কমতে শুরু করেছে। আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান ও জাহ্নবী কাপুরের মতো জনপ্রিয় তারকারা একদিনেই হাজার হাজার ফলোয়ার হারিয়েছেন।

বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় দক্ষিণ এশিয়ার অনেক ভক্ত তাদের আনফলো করছেন। একদিনেই আলিয়া ভাট হারিয়েছেন প্রায় ১ লাখ অনুসারী। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজারের মতো। অজয় দেবগণও একদিনে হারিয়েছেন প্রায় ২০ হাজার ফলোয়ার।

এর আগেই পাকিস্তানের কিছু শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। এর প্রতিবাদে অন্যান্য দেশের নেটিজেনরাও বলিউড তারকাদের ফলো করা বন্ধ করে দিচ্ছেন।

শুধু বলিউড নয়, টলিউডের অনেক তারকারও বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক অনুসারী। ফলে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অভিঘাতে টলিউড তারকাদের ফলোয়ার সংখ্যা কেমন প্রভাব ফেলবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

সোশ্যাল মিডিয়ায় তারকাদের জনপ্রিয়তা শুধু ব্যক্তিগত খ্যাতির বিষয় নয়, এতে নির্ভর করে তাদের ব্র্যান্ড এনডোর্সমেন্ট, প্রজেক্ট প্রস্তাব ও বিজ্ঞাপন চুক্তি। ফলে যদি ফলোয়ার গ্রোথে ভাটা পড়ে, তা হলে সরাসরি আর্থিক ও পেশাগত সংকটে পড়তে পারেন তারা।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বলিউড তারকাদের ফলোয়ার সংখ্যা যেভাবে দ্রুত কমছে, তা ভবিষ্যতে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।


এসএস/টিএ

Share this news on: