নিউজিল্যান্ডের টিভি রেডিওতে প্রচার হবে আজান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জাতীয় টিভি ও রেডিওতে জুমার নামাজের আজান প্রচার করা হবে।

বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনকালে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসির।

এছাড়াও ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের উদ্দেশ্যে শুক্রবার দেশব্যাপী দুই মিনিট রাষ্ট্রীয় নীরবতা এবং স্মরণসভার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের শোকে সংহতি জানাতে বুধবার ক্রাইস্টচার্চের কাশ্মীর স্কুল পরিদর্শন করেন জেসিন্ডা। ওই হামলায় এ স্কুলের দুই শিক্ষার্থী হামজা মুস্তাফা ও সাঈদ মিলন এবং প্রাক্তন শিক্ষার্থী তারিক ওমর নিহত হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

এ সময় তিনি বলেন, শুক্রবার তাদের (নিহতদের) উদ্দেশ্যে দুই মিনিটের নীরবতা পালন এবং টিভি নিউজিল্যান্ড ও রেডিও নিউজিল্যান্ডের মাধ্যমে আজানও সম্প্রচার করা হবে।

তিনি আরও বলেন, মসজিদে হামলাকারীর নাম কখনো যেন উচ্চারণ করা না হয়। হামলাকারীকে যেন স্মৃতিতেও জায়গা দেয়া না হয়।

১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের হামলায় প্রাণ হারান ৫০ জন মুসলমান। যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছে।

 

টাইমস/এএস

Share this news on: