ইরানে শতাধিক যাত্রীসহ বিমানে আগুন

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিমানটিতে শতাধিক যাত্রী থাকলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ল্যান্ডিং গিয়ার কাজ না করায় আগুনের সূত্রপাত ঘটে। খবর ফারস নিউজের।

ফারসের প্রতিবেদনে জানানো হয়েছে, নেদারল্যান্ড ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠানের ফোক্কার-১০০ মডেলের বিমানটি ইরানের রাষ্ট্রীয় বিমান চলাচলকারী প্রতিষ্ঠান ইরান এয়ার ব্যবহার করে। এই বিমানটি ইরানের একটি দ্বীপ থেকে শতাধিক যাত্রী নিয়ে রাজধানী তেহরানে ফিরছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি যখন অবতরণ করছিল তখন পেছনে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেইন কলিভেন্ট জানান, ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে কাজ না করায় বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তবে সবাই অক্ষত আছেন।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: