ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, নাঈমের অভিষেক

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা।

এই ম্যাচের বাংলাদেশ দলে চমক তরুণ স্পিনার নাঈম হাসানের অভিষেক। ম্যাচের বাংলাদেশ একাদশে স্থান পেয়েছেন তিনি। ১৭ বছর বয়সী নাঈম ৯৩তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ পেলেন।

চোট কাটয়ে দলের নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। ওপেনার লিটন দাসের পরিবর্তে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল হক।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।

Share this news on: