কাশ্মীরে সহকর্মীর গুলিতে তিন সিআরপিএফ সদস্য নিহত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উধমপুর সিআরপিএফ ক্যাম্পে তিন সিআরপিএফ জওয়ানকে গুলি করে হত্যা করেছে অন্য এক সহকর্মী। নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের জের ধরে সহকর্মীদের হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে হত্যাকারী।

বুধবার রাতে জম্মু-কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ ১৮৭ ব্যাটালিয়ন ক্যাম্পে কনস্টেবল অজিত কুমার এই হত্যার ঘটনা ঘটিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

নিহত তিন সিআরপিএফ সদস্য হলেন, রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা পোকারমাল আর, দিল্লির বাসিন্দা যোগেন্দ্র শর্মা, হরিয়ানার রেওয়ারির বাসিন্দা উমেদ সিংহ। উমেদ সিংহ সিআরপিএফের হেড কনস্টেবল ছিলেন।

ভারতীয় কর্মকর্তারা জানান, বুধবার রাতে নিহত সদস্যদের সাথে অজিতের কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে অজিত নিজের রাইফেল দিয়ে সহকর্মীদের গুলি করে। এতে ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হন। এই ঘটনার পর অজিত নিজেও আত্মহত্যার চেষ্টা করে। তাকে গুরতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজিত উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা।

মাস দুয়েক আগে ৭ জানুয়ারি ঠিক এমনই ঘটনা ঘটেছিল শ্রীনগরের পাঁঠচকের সিআরপিএফ ক্যাম্পে। সে বারও দুই সহকর্মী জওয়ানকে গুলি করে খুন করার পর আত্মহত্যা করেছিলেন এক জওয়ান।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: