শাবিতে ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিল প্রতিপক্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইট দিয়ে এক ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে।

গুরুতর জখম হওয়া রাজিব সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাত্র ও বিভাগের সংগঠনটির যুগ্ম সম্পাদক। রাজিব শাখা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবদুল গণি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. রাশেদ তালুকদার, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আশ্রাফুল করিম, প্রক্টর জহীর উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর জাহিদ হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি দোকানে যান রাজিব সরকার। এ সময় দুটি মোটরসাইকেলযোগে ৬ থেকে ৭ জন তরুণ ধারালো অস্ত্র, লোহার রড, ইট ও পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার করে হামলাকারীরা দ্রুত সেখান থেকে চলে যান। হামলায় রাজিবের মাথায় গুরুতর জখম হয়। এতে তার মাথায় ২০টির মতো সেলাই দিতে হয়।

আহত রাজীব বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হুট করে পেছন থেকে ইংরেজি বিভাগের রিশাদ হাসান, লোক প্রশাসন বিভাগের সুমন মিয়া, সোহাগ ইসলাম, সজীব, আবদুল বারী, মাহবুব আল আমিনসহ আরও কয়েকজন আমাকে আঘাত করে। তারা ইট দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি পিঠে রড দিয়ে আঘাত করে।

এ বিষয়ে শাবি ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, হামলাকারীরা ছাত্রলীগের সাখাওয়াত হোসেনের অনুসারী, তারা আহত রাজিবকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। স্যারদের সঙ্গে বসে সমাধান করা হচ্ছে।’

এর আগে ১০ মার্চ ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

ওসমানী মেডিকেলের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, রাজিবের মাথার চারটি স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। প্রাথমিকভাবে সে শঙ্কামুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর (সিটিস্ক্যান) বিস্তারিত বলা যাবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘ঘটনাটা খুবই দুঃখজনক। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খুব শিগগিরই কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
এশিয়া কাপ ট্রফি সংকট সমাধানে একমত ভারত ও পাকিস্তান! Nov 08, 2025
img
এশিয়ান আর্চারির সভাপতি হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন Nov 08, 2025
img
গামিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করল বিসিবি Nov 08, 2025
img
আবেদনময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান Nov 08, 2025
img
কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে : এমরান সালেহ প্রিন্স Nov 08, 2025
img
অমৃতা নন, ‘ম্যায় হু না’-তে সানজানা বক্সীর চরিত্রে থাকার কথা ছিল আয়েশা টাকিয়ার Nov 08, 2025
img
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বর্জন করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প Nov 08, 2025
img

নুরুল হক নুর

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ Nov 08, 2025
img
'সাইয়ারা ও শাক্তি শালিনী' ছবি দিয়ে আনিত পাড্ডার খ্যাতি অর্জন Nov 08, 2025
img
সম্পর্ক শেষ হলেও ছলচাতুরি নয়: জয়া বচ্চন Nov 08, 2025
img
অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের Nov 08, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান Nov 08, 2025
img
'তিস মার খান ২' এর ইঙ্গিত দিলেন ফারাহ খান Nov 08, 2025
img
ডিভোর্স জল্পনার মাঝে চর্চায় জয়-মাহির প্রেম! Nov 08, 2025
img
বিয়ে না করলে নিজের ছেলেকে পেতাম না : শ্রাবন্তী Nov 08, 2025
img
সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : বাবর Nov 08, 2025
img
দেশে ফিরেই বিমানবন্দরে আটক হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Nov 08, 2025
img
অক্টোবরে তিন ধাপে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ বাংলাদেশি‌ Nov 08, 2025
img
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল Nov 08, 2025
img
ভালোবাসা শিখলে সম্পর্ক চলতে শুরু করে: বিদ্যা বালান Nov 08, 2025