জামিন নাকচ: বিএনপি নেতা গিয়াস কাদের কারাগারে

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেয়া হলো।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের ওসি (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া গণমাধ্যমকে বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়। এর মধ্যে তিনটিতে জামিনের আদেশ হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলাটিতে জামিন আবেদন নামঞ্জুর করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। বিএনপির একটি সূত্র জানায়, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ ফটিকছড়ি, চট্টগ্রাম-৬ রাউজান এবং চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন।

Share this news on: