হঠাৎ করে বিয়ে, তারপর সন্তান আসার খবর! এরপর থেকে চলছে ভাঙা গড়া খেলা। বলছি ঢাকাই সিনেমার আলোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজের সংসারের কথা। তাদের দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরেই চলছে ভাঙনের সুর। এবার রাজ-পরীর সংসারে বিচ্ছেদের সিলমোহরেই পড়তে যাচ্ছে।
পরীমণির ঘনিষ্ঠ সূত্রের খবর, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী। যদিও পরীমণি ও শরীফুল রাজ কেউ-ই বিচ্ছেদের বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি।
এর আগে গত ১৬ আগস্ট মান-অভিমান ভুলে একত্রিত হয়েছিলেন আলোচিত এ দম্পতি। ছেলে রাজ্যের জন্মদিন পালনকালে একসঙ্গে দেখা মিলেছিল তাদের। পরে ১৭ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবিও দেখা যায়। এর মধ্যে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা যায় পরীমণিকে। তবে মিটমাট হওয়ার খরব উড়িয়ে অবশেষে বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।
২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢালিউডের এই আলোচিত জুটি। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি।এর পর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত বছরের ১০ আগস্ট তাদের সংসারে আলো করে আসে এক পুত্রসন্তান, যার নাম রাজ্য।