কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুপুর সাড়ে ৪টার দিকে ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস- ১১ জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আমি শুনেছি। শিক্ষার্থীরা দাবি করেছেন তাদের বাসের সংকট। সেটি বিবেচনা করে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস দেওয়ার ঘোষণা করছি।’
এ সময় তিনি গত বছরের ১১ জুলাই প্রথম পুলিশি হামলার শিকার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধকে স্বীকৃতিস্বরূপ দিনটাকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন।
এ স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আজকে বর্তমান সরকারের উপদেষ্টা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এটাই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সম্মাননা। এবং উনি যেসব ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটি ঘোষণাকে আমরা সাদরে গ্রহণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
উপাচার্য আরো বলেন, ‘ছাত্রদের দাবির বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, প্রথমত আমরা ১১ জন গুরুতর আহত শিক্ষার্থীদের সকল ডেটা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, এই ১১ জন শিক্ষার্থীর কেউ কোনো সহযোগিতা পায়নি। আশা করি, মাননীয় উপদেষ্টা বিষয়টা দেখবেন।এবং জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বাধা প্রদানকারী সব শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনার জন্য আমরা একটি কমিটি গঠন করেছি
আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলেই আমরা সুষ্ঠু বিচার করতে পারব।’
এমআর/টিএ