আমিই একমাত্র বিশ্বকাপজয়ী, যাকে ক্লাব সম্মানিত করেনি: মেসি

ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজিতে কতটা অস্বস্তিকর সময় কেটেছে, সেটা আরেকবার প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সমর্থকগোষ্ঠীর লাঞ্ছনা-গঞ্জনা তো ছিলই, ক্লাবের ভেতরেও একটা গুমোট অবস্থার মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে।

মেসি বলেন, কেবল তিনিই তার ক্লাবের কাছে বিশ্বকাপ জয়ের স্বীকৃতি পাননি, যেখানে তার অন্য আর্জেন্টাইন সতীর্থদের সম্মানিত করা হয়েছে।

গত ডিসেম্বরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন মেসি। পেনাল্টি শুটআউটেও জাল কাঁপান। উত্তেজনায় ঠাসা ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।

দেশকে বিশ্বকাপ জেতানোর পর প্যারিসে ফিরে যান মেসি। তার পরের অবস্থা সম্পর্কে ইএসপিএনের মিগুয়ে গ্রানাডোসকে তিনি বলেন, ‘আমিই ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলাম, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি।’

তিনি আরও বলেন, ‘এটা বোধগম্য ছিল। আমাদের (আর্জেন্টিনা) জন্য তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

গত জুনে চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছাড়েন মেসি। প্যারিসে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল তার। পিএসজির কিছু সমর্থকগোষ্ঠীর সঙ্গে দুর্বিষহ অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি, ‘এমন কিছু আমি প্রত্যাশা করিনি। কিন্তু আমি সবসময় বলি যে কোনো কিছু ঘটার পেছনে কারণ থাকে। ওখানে আমি ভালো ছিলাম না, কিন্তু ওখানে থাকতেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হলাম।’

এখনই অবসরের কোনো ভাবনা নেই মেসির, ‘আমি এটা নিয়ে ভাবিনি (অবসর)। আমি ভাবতে চাইও না। কারণ আমি যেটা উপভোগ করি, সেটা চালিয়ে যেতে চাই। ইউরোপ ছেড়ে এসে আমি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখনই পরের ধাপ নিয়ে ভাবতে চাই না।’

সাতবারের ব্যালন ডি’অরজয়ী নিশ্চিত করলেন ২০২৪ কোপা আমেরিকা খেলবেন। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনো নিশ্চিত না। তিনি বলেন, আমি কোপা আমেরিকা নিয়ে ভাবতে পারি। তার পর আমরা দেখব, সেটা নির্ভর করছে আমি কেমন বোধ করি তার ওপর। দিনকে দিন আমার অবস্থা কোথায় দাঁড়ায় সেটা দেখব, এখনো তিন বছর আছে। আমার খেলার মান কমে গেছে, সেটা এখনো বোধ করি না। আমি একইভাবে খেলি এবং থামি। কিন্তু বাস্তবতা হলো আমার বয়স বাড়ছে। হাজারো ম্যাচ খেলে এসেছি এবং সবার জন্যই সময় বয়ে যায়।’

Share this news on:

সর্বশেষ

img
যমুনার সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ May 09, 2025
৩টি ভারতীয় ঘাঁটিতে সংঘাতের খবর ‘ভিত্তিহীন’ দাবি পাকিস্তানের May 09, 2025
img
বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে : ডা. জাহিদ May 09, 2025
img
পরিবেশ ঠান্ডা রাখতে এনসিপির সমাবেশে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন May 09, 2025
img
ভারতীয়দের ভুয়া খবর না ছড়ানোর আহ্বান রোহিত শর্মার May 09, 2025
img
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আসিফ নজরুল May 09, 2025
img
পাক-ভারত উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি May 09, 2025
img
শুরু হলো আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ, ছাত্র-জনতার ঢল May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে: অন্তর্বর্তী সরকার May 09, 2025
img
সাবেক মেয়র আইভীকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে May 09, 2025