আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করা কিছু আন্দোলনকারীকে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় তাদের জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, এনসিপি ঘোষিত সমাবেশ শুরু হলেও যমুনার সামনে ১০-১৫ জন মানুষ অবস্থান করছিলেন। তাদের বারবার সরে যাওয়ার অনুরোধ করা হলেও তারা এখানে অবস্থান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন।
পরে বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করলে তারা সেটি প্রত্যাখ্যান করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ফলে কিছু সময়ের মধ্যেই পুরো জায়গা ছেড়ে দিতে আন্দোলনকারীরা বাধ্য হন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে এক নারীকে পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে।
এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
এফপি/টিএ