মাঝ আকাশে বোমাতঙ্ক, নিরাপদে সিঙ্গাপুর ফিরল বিমান

বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোলে ফোন করে জানানো হলো, বোমা রাখা আছে আকাশে থাকা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘এসকিউ-৪২৩’ বিমানে।

এনডিটিভির এক খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয় বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই মুম্বাই বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে পাইলট ও ক্রু-রা গ্রাউন্ড কন্ট্রোলের পাঠানো সেই বিপদ সংকেত পেয়েই সতর্ক হয়ে উঠলেন। শুরু হয় খোঁজাখুঁজি। বিমানটিতে ছিলেন ২৬৩ জন যাত্রী ও ক্রু।

উদ্বিগ্ন হয়ে পড়বেন ভেবে যাত্রীদের প্রথমে কিছুই জানাননি বিমানকর্মীরা। পরে বিমানের কর্মীদের অস্বাভাবিক ব্যস্ততা দেখে বিপদ আঁচ করতে পারেন যাত্রীরা। চেঁচামেচি শুরু হয়ে যায়।

শেষ পর্যন্ত স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় নিরাপদেই সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটির তদন্ত হচ্ছে। কে বা কারা ওই ভুয়া ফোন করেছিলেন, তা খুঁজে দেখা হচ্ছে।

 

 

টাইমস/এসআই

Share this news on: