এবার পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। সুইডেনের রাজধানী স্টকহোমে করোলিনস্কা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩ অক্টোবর) নোবেলজয়ী হিসেবে যৌথভাবে এই তিন বিজ্ঞানী নাম ঘোষণা করা হয়। তারা হলেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল'হুইলিয়ার। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
সোমবার (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন করোনাভাইরাসের টিকা তৈরির প্রযুক্তি আবিষ্কারের জন্য।