ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই গত শনিবার সন্ধ্যায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি বলে দাবি করেছে ভারত। রোববার এক সাংবাদিক সম্মেলনে ভারতের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, যুদ্ধবিরতির অনুরোধ আসে পাকিস্তানের পক্ষ থেকেই।
তিনি বলেন, “পাকিস্তানের ডিজিএমও ফোন করে সংঘর্ষবিরতির অনুরোধ করেন। বিকেল পাঁচটায় যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সন্ধ্যা সাতটা থেকেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করে।”
রোববার সকালেও দুই দেশের ডিজিএমও পর্যায়ে যোগাযোগ হয় বলে জানান রাজীব ঘাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ যদি পাকিস্তান ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে কড়া জবাব দেবে ভারত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর।”
সংঘাতের মধ্যে ভারত অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে চালানো অভিযানে পাঁচটি এবং চারটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে। পাশাপাশি পাকিস্তানের হামলায় ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাল্টা হামলায় ৩৫ থেকে ৪০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ করে ভারত।
গত মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণ চলছে। এতে সীমান্তের বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
এসএস/টিএ