ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিস্ফোরক।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে কবে কখন কোথা থেকে মুকিতকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি জানানো হয়নি।
ডিবি সূত্র বলছে, ঢাকা মহানগর জজ কোর্ট প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানা গ্রেপ্তার হয়েছেন। এসময় বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে ডিবিপ্রধান হারুন অর রশীদ বিস্তারিত জানাবেন।
গত ২০ নভেম্বর বিকালে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে এ ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত না হলেও পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।