আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি) এছাড়া একই কারণে বরগুনা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) তাদের জরিমানা করা হয়।
এর আগে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, সেই ব্যাখ্যা দিতে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে নির্বাচন কমিশনে হাজির হন আ ক ম বাহাউদ্দীন বাহার। আর একই কারণে বিকেল ৩ টা ৪৫ মিনিটে ইসির তলবের জবাব দিতে ইসিতে হাজির হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
ইসির কাছে এই দুই প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। গত সোমবার ইসি থেকে কুমিল্লা ও বরগুনার প্রভাবশালী দুই নেতাকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তাদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে তাকে ২৭ ডিসেম্বর ইসিতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়। বাহার ও শম্ভু এদিন হাজির হয়ে ইসি কর্মকর্তাদের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। পরে তাদের জরিমানা করা হয়।
প্রসঙ্গত, বর্তমান সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এরমধ্যে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের কাজে বাধা দেয়া এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ভোটের তফসিল ঘোষণার পর থেকেই বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসতে শুরু করে। তাতে সর্বশেষ যুক্ত হয় সাংবাদিক নির্যাতনের ঘটনা।