দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজান সংশ্লিষ্ট পণ্যের দাম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দিয়েছেন তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। নতুন সরকার তা দ্রুত সমাধানে চেষ্টা করবে। এছাড়া ইশতেহারের আলোকে কর্মপরিকল্পনা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন যেন ব্যহত না হয়, সেটার ওপর জোর দিয়েছেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে প্রকল্প শেষ পর্যায়ে তা দ্রুত সমাপ্ত করার নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। নতুন প্রকল্প নেয়ার আগে তা জনগুরুত্বপূর্ণ কি না সেটার সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দেয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলেছেন তিনি।
মাহবুব হোসেন বলেন, শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। রপ্তানি বহুমুখীকরণ করার ওপর জোর দেয়া হয়েছে। চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত এবং কৃষিপণ্যকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। প্রয়োজনে তৈরি পোশাকের মতো এসব খাতে সুবিধা দেয়ার কথা বলেছেন।আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সাফল্যের যে ধারা তৈরি হয়েছে, সেটি যেন কোনো অবস্থাতেই ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে বলেছেন। রপ্তানি বহুমুখীকরণের জন্য নির্দেশনা দেয়ার পাশাপাশি নতুন-নতুন বাজার অনুসন্ধান এবং সেসব বাজারে প্রবেশের জন্য কীভাবে সহায়তা করা যায় সেই নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা।