রাজধানীর বাজারে কমেছে সবজির দাম। তবে মুরগি ও গরুর মাংসের দাম এখনো চড়া। মাছের বাজারও বাড়তি দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজি। আর গরুর মাংস ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মালিবাগ রেললাইন ঘেঁষা কাঁচাবাজারে ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি, লেয়ার ৩১০ টাকা, পাকিস্তানি কক মুরগি ৩২০ ও গরুর মাংস ৭৫০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। তবে সবজির দাম কিছুটা কমেছে।
সবজির মধ্যে বেগুন ৫০ টাকা কেজি, টমেটো ৫০ টাকা, ফুলকপি ৩০, পেপে ৪০, লাউ ৬০, কাঁচামরিচ ৮০, মুলা ৩০, মিষ্টি কুমড়া ৪০, শিম ৪০, বাধাকপি ৪০, শালগম ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা কেজি বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এদিকে বাজারে আলুর দাম কমলেও বেড়েছে পেঁয়াজের দাম। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি আর পেঁয়াজের কেজি ১২০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন।
রাজধানীর বাজারে কমেনি মাছের দামও। টেংরা মাছের কেজি ৬৫০ টাকা, পাবদা ৩২০, তেলাপিয়া ২০০, পোয়া ৩৫০, কৈ ২৪০, রুই ৩৫০, ছোট চিংড়ি ৭৬০, পাঙাস ১৮০, ঝাটকা ইলিশ ৬০০, শিং ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।