বান্দরবনের রুমা উপজেলায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই জন সদস্যকে আটক করা হয়েছে। সােমবার (৮ এপ্রিল) তাদেরকে আটক করা হয়। এসময় আকটকৃতের কাছ থেকে ৭টি অস্ত্র, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
এর আগে, রোববার (৭ এপ্রিল) বিকেলে বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে ১টি জীপ গাড়িসহ ১ জন ড্রাইভার ও ৩ জন কেএনএফের সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন ভোরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছিলো। গ্রেপ্তার কেএনএফ’র অন্যতম ওই নেতার নাম চেওসিম বম (৫৫)।
উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, হামলা, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান।