কাতারের আমিরের সফরে ৬ চুক্তির সম্ভাবনা: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সোম-মঙ্গলবার দুদিনের (২২-২৩ এপ্রিল) রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুণরায় সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য হতে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সফরের বিষয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, কাতারের আমিরের এ সফরে ১১টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। এর মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক।

দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তির পাশাপাশি শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সাক্ষরের কথা রয়েছে।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গভীর, বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী । কাতার বঙ্গবন্ধুর সরকার থাকাকালে ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যতম মুসলিম রাষ্ট্র। প্রধানমন্ত্রীর বিগত ২০২৩ সালের মার্চ ও মে মাসে দুইবার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের আমির বাংলাদেশে সফর করবেন।

সফরের আলোচ্য বিষয় সর্ম্পকে মন্ত্রী বলেন, সাম্প্রতিককালে কাতারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রসমূহকে চিহ্নিত করা হয়েছে।

সফরসূচি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২২ এপ্রিল বিকালের পর বিশেষ বিমানযোগে কাতারের আমির ঢাকা পৌঁছবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিমানবন্দরে কাতারের আমিরকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানাবেন। আমিরকে গার্ড অফ অনার প্রদান করা হবে। পরদিন ২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর গণভবনে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে।

একইদিনে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন আমির। সন্ধ্যায় তিনি বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করার কার্যক্রম চলছে। আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এই দুটি স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির এই সফরের তাৎপর্য সর্ম্পকে মন্ত্রী বলেন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ কাতার শক্তিশালী অর্থনীতি, ভূ-রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত।

কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার যেখানে প্রায় চার লক্ষ বাংলাদেশি কর্মরত। পাশাপাশি বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত।

‘তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। পরিশেষে, কাতারের আমিরের এই সফর বাংলাদেশ এবং কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল বাস্তবায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাথে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের সঙ্গে বাকিতে তেল কেনার বিষয়ে কোনো আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু সৌদি আরবের সঙ্গে আমাদের রেফার্ড পেমেন্টে (এক বছরের বাকিতে) তেল কেনার চুক্তি রয়েছে, কাতারের আমিরের সফরে এ বিষয়ে আলোচনা হতে পারে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাতার চাইলে দেশের কোনো একটি অর্থনৈতিক অঞ্চলে তাদের বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

Share this news on:

সর্বশেষ

img
রোহিতকে আরও খারাপ খবরের জন্য অপেক্ষা করতে বললেন গাভাস্কার Oct 06, 2025
বিসিবি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাভেদ ওমর বেলিম Oct 06, 2025
আফগানদের উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ Oct 06, 2025
নারীদের আত্মকর্মসংস্থানের বিভিন্ন প্রদর্শনী দেখলেন শ্রম উপদেষ্টা Oct 06, 2025
img
এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, চলছে উদ্ধার অভিযান Oct 06, 2025
বিশ্ববাসীর সামনে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন হবে: প্রধান নির্বাচন কমিশনার Oct 06, 2025
img
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি Oct 06, 2025
img
জনতা ব্যাংকের ম্যানেজার ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা Oct 06, 2025
img
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই: সারজিস আলম Oct 06, 2025
img
কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকানো শুরু করে : নায়লা নাঈম Oct 06, 2025
img
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট Oct 06, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কসোভোর রাষ্ট্রদূত Oct 06, 2025
img
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে Oct 06, 2025
img
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ ! Oct 06, 2025
img
এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা হচ্ছে : সিইসি Oct 06, 2025
img
মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ Oct 06, 2025
img
স্বচ্ছ আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চায় ইসি: সিইসি Oct 06, 2025
img
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, আউন্সপ্রতি ছাড়াল ৩৯০০ মার্কিন ডলার Oct 06, 2025
img
বড় শহরে প্লট দেয়া বন্ধ করা উচিত: পরিবেশ উপদেষ্টা Oct 06, 2025
img
ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণায় খরচ করতে হবে: অর্থ উপদেষ্টা Oct 06, 2025