উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা : ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের মধ্যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে এবং প্রার্থিতা প্রত্যাহার করেনি, তাদের বিষয়ে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পার্টির যারা মন্ত্রী-এমপি এমন পর্যায়ে আছেন, তাদের জন্য নির্দেশনা রয়েছে–তাদের সন্তান ও স্বজনরা যেন উপজেলা নির্বাচনে না আসে। প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কেউ কেউ বলেছেন আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তারপরেও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা, তারপরেও ইচ্ছা করলে কেউ করতে পারবেন। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়ে চিন্তা করা হবে। সময়মতো এই সিদ্ধান্ত অবশ্যই কার্যকর করা হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না, সময়মতো দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি এসে যায়। আওয়ামী লীগও একই সময়ে সমাবেশের ডাক দেয়। তবে এটা পাল্টাপাল্টি নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে, সেজন্য আমরা কর্মসূচি দেই। বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত।’

চূড়ান্ত পর্যায়েও কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে কি না, এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাধারণ ক্ষমা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল, সেটা হতেই পারে। সেটা দলের সভাপতি নিতে পারেন। নির্বাচন হওয়া পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান Oct 06, 2025
img
এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ Oct 06, 2025
img
আমি ব্যর্থ, আর সেই ব্যর্থতার জন্য নিজেকেই ধন্যবাদ জানাই : বাঁধন Oct 06, 2025
img
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৫ Oct 06, 2025
img

জিল্লুর রহমান

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একদিকে অচল অন্যদিকে শঙ্কার প্রতিফলন Oct 06, 2025
img
এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত Oct 06, 2025
img
এখানে অনেক নো বল হয়ে গেছে: বুলবুল Oct 06, 2025
img
আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী Oct 06, 2025
img
আজ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন হামজা, পরের দিন আসবেন শমিত Oct 06, 2025
img
শুভ প্রবারণা পূর্ণিমা আজ Oct 06, 2025
img
সাগরের তলদেশ থেকে মিলল কোটি কোটি টাকার গুপ্তধন Oct 06, 2025
img
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী Oct 06, 2025
img
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি মিলতে পারে গরম থেকে Oct 06, 2025
img
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার Oct 06, 2025
img
ভিকি-ক্যাটরিনা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি! Oct 06, 2025
img
আ. লীগ নেতা হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগের আদেশ আজ Oct 06, 2025
img
তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার আশঙ্কা Oct 06, 2025
img
শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ : প্রধান উপদেষ্টা Oct 06, 2025
img
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আজ Oct 06, 2025
img
গাড়ি পেয়েও নিজ দেশে চালাতে পারছেন না অভিষেক Oct 06, 2025