নরসিংদী ও টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে নরসিংদীর আলোকবালী ও হাজীপুরে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। একই সময় আরও দুইজন আহত হয়েছেন।
এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় বজ্রপাতে আরও ৪ জন আহত হয়েছেন।
নরসিংদী সদর থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে নিহত কামাল, শরিফা ও ইয়াকুবসহ বেশ কয়েকজন ধান কাটছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় শরিফা, ইয়াকুব ও কামালসহ পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইয়াকুব, শরিফা ও কামাল মারা যায়। এ ছাড়া আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, সকালে টাঙ্গাইলে বজ্রপাতে নিহত হন আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, শনিবার সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর জমিতে ধান কাটতে যায়। ওই সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।