বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শনিবার) সকাল ১০টার দিকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট
১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নি প্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে।
বিপণিবিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশদ্বার থাকবে। ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে। এ ছাড়া ভবনের ভূমিতলে ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি
পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণির নির্মাণকাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন), ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ (ফুটপাথ), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস), ৩টি পথচারী পারাপার সেতু (ওভারব্রিজ), দুই কিলোমিটার সংরক্ষণকারী দেওয়াল (রিটেইনিং ওয়াল), তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান (বাস-বে) ও ছয়টি যাত্রীছাউনি নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে।

ধানমন্ডি লেকে নজরুল সরোবর
নিজস্ব তহবিল থেকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকে নজরুল সরোবর নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি। শনিবার এই কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল সরোবর’ নামে উন্মুক্ত বিনোদন মঞ্চে একটি ঘাটলা, উন্মুক্ত মিলনায়তন, পথচারীদের হাঁটার পথ, গণপরিসর, রেস্তোরাঁ, বসার স্থান (বেঞ্চ), দৃষ্টিনন্দন বাতি, পর্যাপ্ত সবুজায়ন ও সাউন্ড সিস্টেম স্থাপনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নজরুল ইসলামের স্মৃতিময় মুহূর্ত ও সাহিত্যকর্ম সংবলিত ফলক স্থাপন করা হবে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান
এ ছাড়া শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (শাহবাগে জিয়া শিশু পার্কের নতুন নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান করা হয়েছে)। প্রায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে এই শিশু উদ্যানের আধুনিকায়নের কাজ করা হবে। ১৯৭৯ সালে স্থাপিত এই পার্কে আগে ১১টি রাইড ছিল। আধুনিকায়নের মাধ্যমে সেখানে মেগা ডিস্ক, সুপার এয়ার রেস, ফ্লাইং ক্যারোস্যাল, গ্যালিয়ন, ১২ডি থিয়েটার, মাইন কোস্টার, ক্লাইম্বিং কার, সুপার হ্যাপী সুইং, ওয়াটার ম্যানিয়াসহ অত্যাধুনিক নতুন ১৫ ধরনের রাইডস বসানো হবে। এ ছাড়াও আগত দর্শনার্থীদের জন্য শৌচাগার, চত্বর, রেস্তোরাঁ, বিশ্রামস্থল, প্রশস্ত হাঁটার পথ, বসার আসন ইত্যাদি প্রয়োজনীয় সুবিধাদি সংযোজন করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল Oct 04, 2025
img
আফগানদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের Oct 04, 2025
img
আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়: ফাতিমা তাসনিম জুমা Oct 03, 2025
img
স্কুল কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করবে বিএনপি : তাবিথ আওয়াল Oct 03, 2025
img
সাইফ-সোহানকে নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা Oct 03, 2025
পলাতক কর্মকর্তাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছে পুলিশ Oct 03, 2025
img
'ইলিয়াস ও পিনাকী দাদার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তাদের খায়েশ Oct 03, 2025
দুর্গাপূজার ছবিতে সৃজিত-সুস্মিতার বন্ধুত্বের ঝলক Oct 03, 2025
এআই চিপ যুক্ত বল, রেফারিদের দ্রুত ও সঠিক সিদ্ধান্তে সহায়ক Oct 03, 2025
img
ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি দিল ৩০ আইনবিশেষজ্ঞ Oct 03, 2025
img
খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন Oct 03, 2025
img
জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Oct 03, 2025
img
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু Oct 03, 2025
img
এবার ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত Oct 03, 2025
img
থাইল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন জুবাইদা থাইসেত Oct 03, 2025
img
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত Oct 03, 2025
img
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে : রেল সচিব Oct 03, 2025
img
নাসুম-শরিফুলের দাপটে ১৫০ রানের আগেই থামল আফগানিস্তান Oct 03, 2025
img
আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা Oct 03, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে ১০ উইকেটের বড় জয় ইংল্যান্ডের Oct 03, 2025