ঘূর্ণিঝড় রিমালের কারণে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার (২ জুন) ঘূর্ণিঝড় রিমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এই ক্ষতির হিসাব শুধু দুর্যোগ মন্ত্রণালয়ের। আগামী রোববার (৯ জুন)
আন্তঃমন্ত্রণালয় সভায় মোট ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
মহিববুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলে হাজার হাজার মাছের ঘের পানিতে তলিয়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। তাদের আর্থিক সহযোগিতা দিতে কাজ করছে মন্ত্রণালয়।