বাজেট অতি উচ্চাভিলাষী, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্খী : সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বিশেষ পরিস্থিতিতেও প্রস্তাবিত বাজেট গতানুগতিক, অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ বাড়ানোর পদক্ষেপ অপর্যাপ্ত ও দুর্বল। এ ছাড়া ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী। সবকিছু মিলিয়ে প্রস্তাবিত এই বাজেট অতি উচ্চাভিলাষী।

আজ শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন ফাহমিদা খাতুন।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। পাশাপাশি চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আমলে নেওয়া হয়নি। মূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যথেষ্ট নয় বলেও মনে করেন তিনি।

ফাহমিদা খাতুন আরও বলেন, ‘আগামী অর্থবছরে মোট রিজার্ভ প্রাক্কলন করা হয়েছে ৩২ বিলিয়ন ডলার। গত ৫ জুন রিজার্ভ ছিল ২৪ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্যদিক বাজেটে ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১১৪ টাকা, যা গত ৫ জুন ছিল ১১৭ টাকা ৯ পয়সা। রিজার্ভ বাড়ানোর লক্ষ্য থাকলেও টাকার মান বাড়ানো হচ্ছে, যা বোধগম্য নয়।’

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলনে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়নি জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘সরকারের বৈদেশিক ঋণ বাড়ছে, যার পরিমাণ আগামী অর্থবছরগুলোতে আরও বাড়বে। এ ছাড়া আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিখাতের বিনিয়োগের অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুই বছর ধরে ৯ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি আগামী অর্থবছরের মধ্যে ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়।’

ফাহমিদা খাতুন বলেন, ‘প্রত্যাশা ছিল আগামী বাজেট অনেক উদ্ভাবনী হবে। বাজেটে সৃজনশীলসহ সাহসী বেশকিছু পদক্ষেপ থাকবে। কারণ, অর্থনৈতিক চ্যালেঞ্জিংয়ের এই সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না। আসন্ন বাজেট আমাদের কাছে অতীতের বাজেটের মতোই মনে হয়েছে। বর্তমান নানান সমস্যা ও ক্রান্তিকালীন সংকট দেখা দিয়েছে অর্থনীতিতে, সেগুলো সমাধানে এই বাজেট যথোপযুক্ত দিকনির্দেশনা দিতে পারেনি।’

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা-খুলনা রুটে ট্রেন চলবে যেদিন থেকে Nov 28, 2024
img
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর Nov 28, 2024
img
৮৬ কোটি টাকা দুর্নীতি:আপিলেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন Nov 28, 2024
img
দেশের আদালতগুলোয় অনাকাঙ্ক্ষিত পরিস্থতির জন্যে প্রধান বিচারপতির গভীর উদ্বেগ প্রকাশ Nov 28, 2024
img
আদালতে হাজির হলেন বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম Nov 28, 2024
img
এক মিনিটে চেহারায় নজর কাড়া পরিবর্তন আনবেন যেভাবে Nov 28, 2024
img
নিশ্চিত জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দিলো রংপুর রাইডার্স Nov 28, 2024
img
ঋণ পরিশোধে সময় বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক, নতুন নির্দেশনায় যা আছে Nov 28, 2024
img
আজ ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না Nov 28, 2024
img
জানুয়ারিতে একই সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি লিগ Nov 28, 2024