ছাগলকাণ্ড: রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের পাহাড়

কোরবানি উপলক্ষে ১২ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে। তার বাবা মতিউর রহমানের পরিচয় প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু, যা থামছে না ঈদের পরও। এবার মতিউর রহমানের বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি, ব্যবসা, শেয়ার ব্যবসা, ব্যাংকে নগদ অর্থ, মেয়াদি আমানতসহ সবকিছুর তথ্য বেরিয়ে এসেছে।

ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশালসহ বিভিন্ন জায়গায় মতিউরের নামে বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লটসহ অন্যান্য স্থাবর সম্পদের খোঁজ মিলেছে। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। জুন মাসের প্রথম সপ্তাহে জমা পড়া অভিযোগটি যাচাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এর আগেও চারবার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। তবে প্রতিবারই তাকে ‘ক্লিন সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। এবার কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগটি কমিশনের ব্যাংক শাখা থেকে অনুসন্ধান করা হচ্ছে। এতে মতিউর এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, মতিউরের ব্যাংক অ্যাকাউন্টে আছে শতকোটি টাকা। তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। এ দম্পতির মেয়ে ফারজানা রহমান ইস্পিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।

ঢাকায় বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে দুর্নীতি করে উপার্জন করা মতিউরের প্রায় ৪০ কোটি টাকার এফডিআর রয়েছে। দুর্নীতি-সংক্রান্ত ঝামেলা যেন না হয় সেজন্য স্ত্রী ও আত্মীয়স্বজনের নামে এসব সম্পদ রেখেছেন তিনি। বসুন্ধরার ডি ব্লকের ১ নম্বর রোডে প্রায় ৪০ কোটি টাকার পাঁচ কাঠা জমির ওপর সাততলা বাড়ি রয়েছে তার।

ময়মনসিংহের ভালুকার প্রায় ৩০০ বিঘা জমির ওপর গ্লোবাল সুজ তার রপ্তানিমুখী জুতার কারখানা রয়েছে। এর নাম গ্লোবাল সুজ। জেসিএক্স নামে একটি যৌথ ডেভেলপার কোম্পানি বসুন্ধরায় ১৪ তলা বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ করছে। এতে তার মালিকানা রয়েছে। গাজীপুর সদরের খিলগাঁও মৌজায় বিপুল পরিমাণ জমি রয়েছে মতিউরের।

রাজধানীর অদূরে সাভার থানার বিরুলিয়া মৌজায় আটটি খতিয়ানে ৬০ শতাংশ এবং একই মৌজায় স্ত্রীর নামে ১৪.০৩ শতাংশ জমি রয়েছে তার। গ্লোবাল সুজ কোম্পানির নামে সাতটি খতিয়ানে প্রায় ৯০ কোটি টাকার ৬০ শতাংশ জমি রয়েছে। এছাড়া তাদের নামে বিলাসবহুল গাড়ি রয়েছে কয়েকটি। এর বাইরে তার আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ড. মতিউর রহমান বুধবার (১৯) দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘কমিশনার থাকাকালে কেউ এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমাকে যে শাস্তি দেওয়া হবে, তা আমি মাথা পেতে নেব। রাজস্ব আদায় পারফরম্যান্সে কখনো ফেল করিনি। অথচ দুর্ভাগ্য আমার, চাকরি জীবনের প্রতিটি প্রমোশনের আগে দুদক তদন্ত করেছে। এখন আবার সদস্য পদে পদোন্নতির আগে ষড়যন্ত্র শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একজন ব্যবসায়ী পাওয়া যাবে না, যিনি বলতে পারবেন মতিউর রহমান তার সঙ্গে দুর্নীতি করেছেন। এটা একশ পার্সেন্ট আস্থার সঙ্গে বলতে পারি।’

Share this news on:

সর্বশেষ

img
৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা Oct 02, 2025
img
আলমা নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম Oct 02, 2025
img
মুখার্জি বাড়ির পূজায় আচমকাই হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া Oct 02, 2025
img
সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস Oct 02, 2025
img
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে জরুরি অবস্থা জারি Oct 02, 2025
img
সুমুদ ফ্লোটিলার জাহাজে উঠে পড়ল ইসরায়েলি সেনারা Oct 02, 2025
img
বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোন Oct 02, 2025
img
সুমুদ ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উসকানিমূলক: ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় Oct 02, 2025
img
নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলি যুদ্ধজাহাজ Oct 02, 2025
নাকভি নতুন শর্ত দিলেন, ভারতের ট্রফি বিতরণে উত্তেজনা! Oct 02, 2025
ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তামিমের প্রতিক্রিয়া! Oct 02, 2025
জুবিন গার্গের হাত ধরেই আলোচনায় অনন্ত জলিল! Oct 02, 2025
কণ্ঠ চেনা, চেহারা অচেনা- জুবিন গার্গের এই রহস্য কেন? Oct 02, 2025
কলকাতার পূজা অন্যরকম জয়ার চোখে! Oct 02, 2025
বিমানবন্দরে লোকসমাগম-জনদুর্ভোগ নিয়ে এম.এ মালিককে কড়া বার্তা বিএনপির Oct 02, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত জনগণের হাতে: বিএনপি Oct 02, 2025
'ক্রিকেটার ২০ জন খেলেও কোন অর্জন নাই, হাফেজরা বিশ্বজয় করছে' Oct 02, 2025
উৎসবের আনন্দে ভেদাভেদ নেই - নবমীতে হিন্দু ধর্মাবলম্বীদের মুখে খুশির জোয়ার Oct 02, 2025
আ.লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই | টাইমস ফ্ল্যাশ | ০১ অক্টোবর Oct 02, 2025
বিমানবন্দরে নেমেই কুরআন তিলাওয়াত করলেন বিশ্বজয়ী হাফেজ আনাস! Oct 02, 2025